চট্টগ্রাম:মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, সেগুলোই আসল সংস্কার। যেকোনো সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার।জাতীয় সংসদে ধারাবাহিক আলোচনার মাধ্যমে সংস্কার তথা আইন প্রণয়ন হয়। বিএনপি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলেই রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে।জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপিই দেশের সংস্কার করবে। রাষ্ট্র পুনর্গঠনে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই হতে পারে জাতির মুক্তির একমাত্র পথ। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে নগরের তিন পোলের মাথা এলাকায় আলকরন ওয়ার্ড বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা কর্মসূচি’ বিষয়ক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্কর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিন পোলের মাথা গোলাম রসুল মার্কেটের সামনে থেকে শুরু করে আমতলা, নিউ মার্কেট মোড়, স্টেশন রোড, নতুন স্টেশন, রেয়াজউদ্দিন বাজার...