এদিকে উভয় পরিবারের মাঝে দ্বন্দ্বের মীমাংসা হয়। এর ফলে আদালতের নির্দেশে রবিবার (১২ অক্টোবর) চাঁদপুর জেলা কারাগারে হাসনাত ও আকলিমার আনুষ্ঠানিক বিয়ে এবং কাবিননামা সম্পন্ন হয়। উপস্থিত বর এবং কনেপক্ষের স্বজনদেরকে কারা কর্তৃপক্ষের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় বলে জানান ওই কারাগারের জেলার জুবাইর। চাঁদপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, জেলার হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রামের আকতার হোসেনের ছেলে হাসনাত এবং একই বাড়ির মাসুদের মেয়ে বাক প্রতিবন্ধী আকলিমা। উভয় পরিবারের দ্বন্দ্বের এক পর্যায়ে আকলিমার বাবা ২০২৪ সালের ২৪ জুন চাঁদপুর আদালতে মামলা করেন। আটকের দুই দিন পর অর্থাৎ ২০২৪ সালের ২৬ জুন আদালত হাসনাতকে কারাগারে প্রেরণ করেন আদালত। সেই থেকে এখনও কারাগারে আটক আছেন।জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের আদেশে রবিবার (১২ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা কারাগারে উভয়ের বিয়ে...