‘জেন জি’ বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সোমবার (১৩ অক্টোবর) দেশটির বিরোধী দল ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্বজুড়ে ‘জেন জি’ (তরুণ প্রজন্ম) বিক্ষোভের মুখে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ঘটনা ঘটল। সংসদে বিরোধী দলের নেতা সিতেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়িকো রয়টার্সকে নিশ্চিত করেছেন, সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার পর রোববার (১২ অক্টোবর) রাজোয়েলিনা মাদাগাস্কার ত্যাগ করেছেন। যদিও তাঁর বর্তমান অবস্থান অজানা, তবে একটি সামরিক সূত্র জানিয়েছে, তিনি একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ছেড়েছেন। ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে, এই বিষয়ে রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তাঁর একটি চুক্তি হয়েছিল। গত ২৫ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ সংকটের কারণে এই...