চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন দোরগোড়ায় দাঁড়িয়ে। দীর্ঘ প্রায় ৩৬ বছর পর হচ্ছে এ নির্বাচন। নিজেদের প্রতিনিধি বেছে নিতে শেষ মুহূর্তে নানা সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। নানা ধর্ম, বর্ণ, জাতিসত্তার বৈচিত্র্যের এক অনন্য বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্লেষকদের মতে, বেশ কয়েকটি সমীকরণে নির্ধারণ হবে চূড়ান্ত ফলাফল। একই সঙ্গে পূর্ণ প্যানেলে জয়ী হওয়ার সম্ভাবনাও কম। চমক দেখাতে পারেন স্বতন্ত্র প্রার্থীরাও। চূড়ান্ত তালিকা অনুযায়ী চাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৮ জন। যেখানে নারী ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ১১ হাজার। যা প্রায় ৪১ শতাংশ। অন্যদিকে চবিতে আবাসন ব্যবস্থা আছে ৬ হাজার ৩২৮ জনের। ছেলেদের হলে আছে ৩ হাজার ৬৮৭টি আসন, মেয়েদের হলে আছে ২ হাজার ৬৪১টি আসন। সে হিসাবে মাত্র ২৩ শতাংশ শিক্ষার্থী আবাসিক। বাকি ৭৭ শতাংশ শিক্ষার্থীই...