বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মোহাম্মদ আকতারকে হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকাল ৪টা ১২ মিনিটের সময় বিজিবির নিজস্ব হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে বলে বিজিবির গোয়েন্দা সূত্রে জানা গেছে। এর আগে রোববার সকালে কক্সবাজার-৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির একটি টহল দল ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি অবস্থানে গেলে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আকতারের পায়ের গোড়ালি উড়ে যায়। সূত্রে জানা যায়, ঘটনাস্থলটি বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা অংজান ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় পূর্বে আরাকান আর্মির সদস্যদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। গোয়েন্দা সূত্রে জানা যায়, সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিজিবি টহল জোরদার রয়েছে, তারই...