গাজা শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইসরায়েলি পার্লামেন্ট (নেসেট)-এ বক্তৃতা দিচ্ছিলেন, তখন সেখানে নজিরবিহীন হট্টগোল সৃষ্টি হয়। হাদাশ পার্টির প্রধান আয়মান ওদেহ এবং তাঁর দলের একজন সদস্য ট্রাম্পের দিকে চিৎকার করে 'ফিলিস্তিনকে স্বীকৃতি দিন' স্লোগান দেন এবং ট্রাম্পকে 'সন্ত্রাসী' বলেও আখ্যা দেন। সোমবার (১৩ অক্টোবর) এই বিরল ঘটনার পর ওই দুই এমপিকে পার্লামেন্ট থেকে জোর করে বের করে দেওয়া হয়। জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুসারে, ট্রাম্প যখন তাঁর ভাষণের সময় রাষ্ট্রদূত স্টিভ উইটকফের প্রশংসা করছিলেন, তখনই ওদেহ এবং তাঁর দলের সদস্য 'ফিলিস্তিনকে স্বীকৃতি দিন' লেখা প্ল্যাকার্ড ধরে এই প্রতিবাদ জানান। পার্লামেন্ট থেকে বের করে দেওয়ার আগে নিজের বক্তৃতায় আয়মান ওদেহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "নেসেটে ভণ্ডামির মাত্রা অসহনীয়।" তিনি আরও বলেন, নজিরবিহীন তোষামোদের মাধ্যমে...