বাছাইয়ে এ পর্যন্ত খেলা তিন ম্যাচে বাংলাদেশের চাওয়া এবং পাওয়ার হিসেবে বড্ড গরমিল থাকলেও একটা জায়গায় অন্ত্যমিল বেশ। প্রতিটি ম্যাচ শেষে কোচ হাভিয়ের কাবরেরা দলের পারফরম্যান্স নিয়ে তুষ্টির কথা আওড়েছেন, যদিও কোনো ম্যাচেই মেলেনি প্রত্যাশিত ফল। বাংলাদেশ দল এখনও জয়হীন। হংকং চায়নার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচ সামনে রেখে কাবরেরা এবার বললেন, মাঠে দল যেভাবে খেলছে, তাতে জয়টা স্রেফ দেয়ালের ওপাশে। সেই দেয়ালটুকু ভেঙে তুলে আনতে হবে কাঙ্ক্ষিত জয়টি। এই লক্ষ্যে মঙ্গলবার কাই তাক স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। গত বৃহস্পতিবার প্রথম লেগে ৭ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে তাদের কাছে ৪-৩ ব্যবধানে হেরেছিল কাবরেরার দল। ‘হার’-এর তেতো অভিজ্ঞতা চলতি বাছাইয়ে টানা দুইবার এরইমধ্যে হয়েছে কাবরেরার। প্রথমটি সিঙ্গাপুরের বিপক্ষে, ২-১ ব্যবধানে। এরপর হংকং চায়নার বিপক্ষে।...