চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবুল কালাম (৩৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাভাবিক অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবুল কালাম কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বাদশালা এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে, আবুল কালাম চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গোলাগুলির ঘটনায় দায়ের হওয়া মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি ছিলেন। ওই ঘটনায় দুজন নিহত হয়েছিলেন। ঘটনার পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো...