ঢাকাই সিনেমার তারকা অভিনেতা সালমান শাহ আত্মহত্যা করেছেন মর্মে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন গ্রহণ করে বিচারিক আদালত যে আদেশ দিয়েছেন তা বাতিল চেয়ে করা রিভিশন মামলার শুনানি শেষ হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালতে শুনানি হয়। আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেছেন।এদিন বাদীপক্ষে রিভিশন আবেদনের শুনানি করেন আইনজীবী মো. ওবায়দুল্লাহ। পরে তিনি সাংবাদিকদের বলেন, আশা করছি রায় আমাদের পক্ষে আসবে এবং মামলাটি পুনরায় তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন হবে। এর আগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম। সেই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী সালমান শাহর মা নীলা চৌধুরীর আইনজীবী ফারুক আহাম্মদ।...