জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ নিয়ে ড. তোফায়েল আহমেদ মৌলিক কাজ করেছেন। আগামী বহু দশক তার শুন্যতা অনুভূত হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুজনের কাজসহ জন অধিকার সংশ্লিষ্ট নানা অসাধারণ কাজেও তিনি উদ্যোগী ভূমিকা গ্রহণ করেন। আজ সোমবার বিকেলে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের স্মরণসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উত্তরায় ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ ক্লাবে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভার বিশেষ অতিথি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যখন দেশ ও জনগণের জন্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের সবচেয়ে বেশী দরকার ছিল তখন তার আকস্মিক চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি। স্থানীয় সরকার সংস্কার কমিশন...