আর একদিন পর বহুল প্রত্যাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনের শেষ সময়ে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন হল থেকে হল, কটেজ ও বিভিন্ন ক্যাম্পাসে। এ সময় লিফলেট, ইশতেহার ও ব্যালট নম্বর নিয়ে শিক্ষার্থীদের কাছে নিজেদের পরিচয় তুলে ধরছেন তারা। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ভোট দিতে অনুরোধ করছেন তারা। ক্যাম্পাসজুড়ে একরকম উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। প্রার্থীদের দাবি, তারা শিক্ষার্থীদের মৌলিক চাহিদা বাস্তবায়নে অগ্রধিকার দিতে চান। কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন, আবাসন ও যাতায়াত সংকট নিরসনে। আবার কেউ প্রতিশ্রতি দিচ্ছেন, খাবার ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে। তবে সকল প্রর্থীদেও একটাই আশা, বিশ্ববিদ্যালয় একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। এদিকে স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দর উপহার দিত্যে প্রস্তুত প্রশাসন ও কমিশন। নির্বাচনে...