ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারের জন্য দরজা এখনও খোলা রেখেছেন কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বর্তমান কোচ বলেছেন, তার ভাবনায় আছেন নেইমার। তবে জাতীয় দলে ফিরতে হলে এই ফরোয়ার্ডকে পুরোপুরি ফিট হতে হবে। দুই বছর ধরে ব্রাজিল দলের বাইরে আছেন নেইমার। ৩৩ বছর বয়সী তারকাকে ভোগাচ্ছে চোট। সৌদি প্রো লিগ থেকে গত বছর সান্তোসে যোগ দেওয়ার পর চোটের জন্য ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছেন না তিনি। এশিয়া সফরে দ্বিতীয় প্রীতি ম্যাচে মঙ্গলবার জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। এর আগের দিন সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে আবারও নিজের ভাবনা তুলে ধরলেন আনচেলত্তি। “কোনো সমস্যা ছাড়াই নেইমার এসব দলে নিজের সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারে। যখন সে শারীরিক দিক থেকে ভালো অবস্থায় থাকে, নিজের মানের জন্য সে কেবল...