প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকের তরুণরা আগের মতো নেই। তারা সংঘবদ্ধ, সৃজনশীল। তাদের হাতে এমন প্রযুক্তি রয়েছে, যা মাত্র ২০ বছর আগে অকল্পনীয় ছিল। আমরা তাদের চাকরির জন্য অপেক্ষা করতে না বলি। আসুন, আমরা তাদের বলি- আপনি চাকরিপ্রার্থী নন আপনি চাকরি সৃষ্টিকারী। সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যায় বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, আমরা বিনিয়োগ তহবিল এবং সামাজিক ব্যবসা তহবিল তৈরি করে তাদের মূলধনের সুযোগ দেই। আসুন, আমরা কৃষি-উদ্ভাবন হাব গড়ে তুলতে সাহায্য করি। আসুন, আমরা কৃষি-প্রযুক্তি, বৃত্তাকার খাদ্য ব্যবস্থা, জলবায়ু-স্মার্ট উদ্যোগকে সমর্থন করি। সবকিছুই যুব সম্প্রদায়ের নেতৃত্ব দিতে পারে। আমরা যদি তরুণদের জন্য বিনিয়োগ করি তারা বিশ্বকে বদলে দেবে। প্রধান উপদেষ্টা বলেন, তবে আমাদের আরও গভীরে...