ঘরের মাঠে প্রথম লেগে প্রথমার্ধে দুর্দান্ত ছিল বাংলাদেশ। বিরতির আগে পুরনো রোগে ধরেছিল। একদম শেষ মিনিটে গোল হজম করে সমতা। আবার খেলার শেষ সময়ে গোল হজম করে হার দেখেছে জামাল ভূঁইয়ার দল। সেই হংকং, চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট চান বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার এশিয়ান কাপের বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে হংকংয়ে খেলা হবে কাই তাক স্পোর্টস পার্কে। শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ ক্যাবরেরা। ক্যাবরেরা কথা বলেছেন গোলরক্ষক মিতুল মারমাকে নিয়েও। মিতুলকে নিয়ে ক্যাবরেরা জানান, ‘পারফরম্যান্সের দিক থেকে মিতুল শীর্ষে। সে খুবই নির্ভরযোগ্য এবং ধারাবাহিক, বিশেষ করে বল বিল্ড-আপ বা আক্রমণে সাহায্য করার ক্ষেত্রে। আমাদের জন্য সে একজন অতিরিক্ত খেলোয়াড়ের মতো। গোলপোস্টে সে সবসময় নিরাপদ। আমরা মিতুল মারমার পারফরম্যান্স...