নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আল রাফি খান (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বিরাবো এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আল রাফি খান বিরাবো এলাকার আরিফ হোসেনের ছেলে। তিনি স্থানীয় আহম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। ভোলাবো তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ জানান, বিকেলে আল রাফি তার বন্ধু আলিফ ও অর্ককে নিয়ে ফুটবল খেলার পর বিরাবো ঈদগাহ ঘাটে গোসল করতে নামে। গোসল শেষে আলিফ ও অর্ক তীরে উঠলেও রাফি পানিতে তলিয়ে যায়।...