'আমরা প্রায় পৌঁছে গেছি সেই দেয়ালের কাছে, যেটা ভেঙে ফেললেই আমরা পরবর্তী স্তরে পৌঁছাতে পারব। আমরা ইতিমধ্যেই সেই স্তরে আছি, তবে দরকার সেই জয়টা, সেই বাধা ভাঙার।' কাল হংকংয়ের সঙ্গে এশিয়া কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের আত্মবিশ্বাস ও মানসিকতা নিয়ে একথা বলেছেন কোচ হাভিয়ের কাবরেরা। ঢাকায় প্রথম পর্বের ম্যাচে প্রথমে ১-০ গোলে এগিয়ে যাওয়া, পরে ১-৩ গোলে পিছিয়ে পড়া, শেষ দিকে ৩-৩ গোলে ফিরে আসা এবং শেষমুহূর্তের গোলে হংকংয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে হংকংয়ের শক্তিমত্তার কথা জানিয়ে কাবরেরা বলেন, 'জানতাম হংকংয়ের শক্তি, জানতাম খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আমরা আমাদের সেরাটা দিয়েছি, বিশেষ করে প্রথমার্ধে আমরা বলের উপর দারুণ নিয়ন্ত্রণ রেখেছিলাম। তবে তারা খুবই প্রতিযোগিতামূলক দল। আমি অ্যাশলিকে অনেক আগে থেকেই চিনি, কারণ আমরা একে অপরের...