১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মের মূল শিক্ষা হচ্ছে ন্যায়, ভালোবাসা, সহমর্মিতা ও মানবসেবা। ইসলামের প্রকৃত চেতনা বাস্তবায়নে প্রয়োজন আল্লাহভীতি, সততা ও ন্যায়নিষ্ঠ নেতৃত্ব। বিএনপি সেই আদর্শ ও চেতনার ভিত্তিতেই দেশ পরিচালনায় বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করে ইসলামের মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর সময়েই ইসলামিক ফাউন্ডেশনকে শক্তিশালী করা হয়, মসজিদভিত্তিক শিক্ষা কর্মসূচি চালু হয় এবং হজযাত্রীদের জন্য রাষ্ট্রীয় সহায়তা বৃদ্ধি করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর আমলে ইসলামী শিক্ষা বিস্তারে অসংখ্য মাদরাসা ও কওমি শিক্ষার প্রতিষ্ঠানকে সহায়তা দিয়েছেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আধুনিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে...