১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম নরসিংদীর মনোহরদী উপজেলায় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। এ হামলায় ৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫টি মোটরসাইকেল জব্দ করে এবং ঘটনার তদন্ত শুরু করে। সোমবার (১৩ অক্টোবর) বিকালে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. দুলাক আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় উপজেলার একদুয়ারি ইউনিয়নের অজলদিয়া গ্রামের মো: রাগল মিয়ার ছেলে মোঃ ইলিয়াছ মিয়া (৩৫), মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তিনি এএমটি আরতি চেডি নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং তার প্রতিষ্ঠান মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চালাকচর জিসি পর্যন্ত একটি সড়ক নির্মাণের কার্যক্রম পরিচালনা করছে। অভিযোগে বলা হয়, পূর্বশত্রুতার জের ধরে এবং...