গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ চারজন নিহতের ঘটনার মামলায় অন্যতম অভিযুক্ত সোলাইমানকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে ঢাকার বনানী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব–১। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার সোলাইমান নোয়াখালীর চাটখিল উপজেলার মানিকপুর গ্রামের মৃত মোহাম্মাদুল্লাহর ছেলে। তিনি গাজীপুরের টঙ্গী পূর্বের সাহারা মার্কেট এলাকার পূর্ব আরিচপুরে বসবাস করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ র্যাব-১ উত্তরা, ঢাকা আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ডিএমপির বনানী থানা এলাকায় মামলার ২ নম্বর আসামি মো. সোলাইমান অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা...