জুলাই আন্দোলন চলা কালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। জুলাই আন্দোলন চলা কালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম। সোমবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘শহীদ ইকরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, “সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান ও বিজ্ঞানের কেন্দ্র। কিন্তু আমাদের দুর্ভাগ্য— আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সে মানে উন্নীত করতে পারিনি। অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণায় বিপুল অর্থ বরাদ্দ থাকে।...