সাতক্ষীরার তালার দোহার গ্রামের নজরুল সরদার’র ছেলে ফিরোজ হোসেন বাপ্পী এবং বজলু সরদার’র ছেলে তোফায়েল আহম্মেদ পলাশ শিক্ষিত বেকার। বিদেশে যেয়ে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা যায়- এমন কথা শুনতে পান একই এলাকার ইমন সরদারের কাছ থেকে। এরপর ইমন সরদার তাদের একের পর এক প্রলুব্ধ করতে থাকে ইতালী যাবার জন্য। একপর্যায়ে বাপ্পী এবং পলাশের পিতা-মাতারা গ্রামের আম ব্যবসায়ী ইমন সরদারের কথায় বিশ্বাস করে। তাদের ছেলেদের ইতালী পাঠিয়ে সন্তানদের বেকারত্ব দূরীকরণসহ সংসারে আর্থিক স্বচ্ছলতা আনার স্বপ্ন দেখতে শুরু করে। তাদের মতো গ্রামের আরও ৮জন ব্যক্তি তাদের সন্তানদের-ও আদম ব্যবসায়ী ইমনের মাধ্যমে ইতালী পাঠানোর জন্য রাজি হয়। এই ১০টি পরিবার তাদের সহায়-সম্বল যা ছিল তা’ বিক্রি করে ইমনের হাতে তুলে দেয় কোটি টাকা। এরপর থেকে আজ কাল করে ১০টি বেকার যুবকে...