বগুড়ার সোনাতলায় কৃষকরা ভালো দাম পাওয়ার আশায় আগাম মরিচ চাষে ঝুঁকে পড়েছেন। পানি ওঠার ভয় নেই এমন উঁচু জমিতে তারা চারা রোপণ করে ভালো ফলনের আশায় পরিচর্যা করছেন। এ ব্যাপারে স্থানীয় কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ১১ হাজার ৭৬০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর চাষের লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ২০ হেক্টর। গত বছরের তুলনায় চলতি বছর দুই হাজার ৭৪০ হেক্টর বেশি। উপজেলার বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানা গেছে, কৃষকরা ভালো দাম পাওয়ার আশায় আগেভাগে মরিচের চারা রোপণ করেছেন। এখন ভালো ফলন পাবেন এমন আশায় প্রয়োজনীয় পরিচর্যা করছেন। উপজেলার খাটিয়ামারী চরের বাসিন্দা মোস্তফা মুকুল, সিরাজুল ইসলাম, সোনা মিয়া, মিজানুর প্রমুখ কৃষক জানান, প্রতি...