পাঁচদিনের ব্যবধানে আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও হংকং। মঙ্গলবার হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক মেইন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে দুই দেশের ফিরতি ম্যাচ। গত ৯ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে হংকং জিতেছিল ৪-৩ ব্যবধানে। নাটকীয় ম্যাচে দুই দলের শেষ দুটি গোলই হয়েছে ইনজুরি সময়ের শেষ মিনিটে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এটি হবে দুই দলেরই চতুর্থ ম্যাচ। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে হংকং। সমান ম্যাচে দুই হার ও এক ড্রয়ে বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে হংকংয়ের কাছে হারের পর বাংলাদেশ কার্যত ছিটকে গেছে চূড়ান্ত পর্বে ওঠার লড়াই থেকে। শক্তিতে বাংলাদেশের চেয়ে হংকং এগিয়ে। বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে পূর্ব এশিয়ার দেশটি। মাঠের লড়াইয়েও বারবার...