‘নেতাকর্মীদের চাঁদাবাজি করতে দিয়েছি’- কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও দলের বরিশাল উজিরপুর উপজেলা সভাপতি সরফুদ্দিন আহমেদ সান্টুর এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই বক্তব্য নিয়ে চলছে সমালোচনা। এর আগে সান্টু উপজেলা বিএনপির সম্মেলনে দেওয়া এক বক্তব্যে এই নেতা দাবি করেছিলেন, ‘বিএনপিতে যোগদানের আগে দল চালানোর জন্য খালেদা জিয়াকে ১০ লাখ টাকা দিয়েছেন’। ওই বক্তব্যও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই নেতার বিতর্কিত বক্তব্য ও কথাবার্তা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। সম্প্রতি সান্টু উজিরপুর উপজেলার গুঠিয়ায় তার নির্মিত অত্যাধুনিক বায়তুল আমান মসজিদের বিপরীতে পাশে ‘বায়তুল ভিউ পার্টি সেন্টারে’ উপজেলা নেতাকর্মীদের নিয়ে সভা করেন। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘৫ আগস্টের পর বিএনপি নেতাকর্মীরা যে চাঁদাবাজি করেছে, সেটা আমি তাদের করতে দিছি।’ ‘কেন দিছি কারণ গত ১৭...