জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচনের সংশোধিত নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত হয়েছে। এখন রাষ্ট্রপতির অনুমোদনের পর এটি আইন আকারে প্রকাশ করা হবে। সোমবার (১৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন জকসু নীতিমালা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, আমাদের জকসু নীতিমালার যেসব সংশোধনী ছিল, তা সম্পন্ন করা হয়েছে। আজকে চূড়ান্ত করা হয়েছে। কেবল রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন করলেই আইন প্রণয়ন সম্পন্ন হবে। আর কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না। তিনি বলেন, এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আইন প্রণয়ন হয়ে আসতে...