একই বিভাগের সাইফুল ইসলাম বলেন, তিনটা পদে নির্দিষ্ট প্যানেলের প্রার্থীকে ভোট দেব। বাকি পদে যোগ্যদেরই প্রাধান্য দেব।বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বলেন, ভোট অনেকেই চেয়েছেন। তবে আমরা কাছে যাকে যোগ্য মনে হয়, যিনি আমাদের চাওয়াগুলো পূর্ণ করতে পারবেন, তাকেই ভোট দেব। এক্ষেত্রে অবশ্যই প্যানেল প্রাধান্য পাবে না।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সংসদে ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে ১৪টি হল ও একটি হোস্টেলে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪৯৩ জন।প্রতিটি হলে ১৪টি করে পদ রয়েছে। নির্বাচনে মোট ভোটাধিকার প্রয়োগ করবেন ২৭ হাজার ৫১৮ জন শিক্ষার্থী। ভোটগ্রহণের জন্য পাঁচটি অনুষদ ভবনকে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এসব ভবনে...