ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় পুরস্কার বিতরণ করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সভায় জানানো হয়, সেপ্টেম্বর মাসে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে উত্তরা বিভাগ, আর শ্রেষ্ঠ থানা হয়েছে গুলশান থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে পল্লবী জোনের এসি জাহিদ হোসেন শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এসআই পদে শ্রেষ্ঠ হয়েছেন যৌথভাবে গুলশান থানার এসআই মো. আলীম হোসাইন ও মুগদা থানার এসআই মো. তহিদুল ইসলাম। এএসআইদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই আখতারুজ্জামান মণ্ডল পলাশ ও গুলশান থানার এএসআই মো. তন্ময় ডিউ। গোয়েন্দা বিভাগের (ডিবি) মধ্যে শ্রেষ্ঠ...