এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে আগামীকাল হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের আগের দিন আবারও আলোচনায় দলের তারকা হামজা চৌধুরী।প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে হংকং চায়নার কোচ অ্যান্ড্রু ওয়েস্টউড নিজের আগের বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। প্রথম লেগের ম্যাচের আগে ওয়েস্টউড বলেছিলেন, ‘হামজা যদি আমার দলে থাকত, তাকে আমি বেঞ্চে বসাতাম। ’ পরদিনই ঢাকায় সেই ম্যাচে হামজার গোলেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। যদিও ম্যাচের শেষ দিকে গোল খেয়ে ৪-৩ ব্যবধানে হেরে যায় লাল-সবুজেরা, তবুও হামজার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ম্যাচের আগের সেই মন্তব্য আর পরের দিনের গোল; দুই মিলিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। দ্বিতীয় লেগের ম্যাচের আগে, চায়নায় আয়োজিত সংবাদ সম্মেলনে আবারও উঠে আসে সেই প্রসঙ্গ। এক সাংবাদিক জানতে চান, হামজা যদি ওয়েস্টউডের দলে খেলতেন, তাকে...