রাজধানীর জুরাইনে পাওনা ৬ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সজিব হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। আজ সোমবার বিকেল ৫টার দিকে জুরাইন পোস্তগোলা আদ-দ্বীন হাসপাতালের পেছনে রেললাইনের পাশে একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা জাকির হোসেন জানান, সজিব গাড়ির ইঞ্জিন মেকার। থাকেন পোস্তগোলা কুলিবাগান তেলের মিল এলাকায়। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর। বাবার নাম ইয়াদ আলী। তিনি জানান, সজিবের কাছ থেকে দুই মাস আগে একই এলাকার শাহিন নামে এক যুবক ৬ হাজার টাকা ধার নিয়েছিলেন। এরপর বিভিন্ন সময় সেই টাকা ফেরত চান সজিব। তবে ফেরত দেননি। চলতি মাসের ৩ তারিখ টাকা ফেরত দেওয়ার কথা বলেছিল। তবে...