ভোলার মনপুরায় বন সংরক্ষণ আইন লঙ্ঘন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান রাশেদ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল মেম্বারকে পুলিশের উপর হামলা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ‘ডেভিল হান্ট’-এর আওতায় এই অভিযান পরিচালনা করেন মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির। গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান রাশেদ মোল্লা উত্তর সাকুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। এছাড়া উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য সোহেল মেম্বার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পদে আছেন। গ্রেপ্তার দুই নেতাকে ভোলা জেল হাজতে...