বেশিরভাগ আসনেই মনোনয়নপ্রত্যাশী একাধিক যোগ্য প্রার্থী থাকায় আগামী নির্বাচনে বাছাই নিয়ে ব্যাপক বিচার-বিশ্লেষণ করতে হচ্ছে বিএনপিকে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যাতে প্রার্থী না হন, সে বিষয়ে থাকবে দলের কঠোর বার্তা। তবে, প্রার্থী বাছাই চূড়ান্ত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরই। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। গণতন্ত্রে ফেরার বহুল কাঙ্ক্ষিত ওই নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড়ঝাঁপ শুরু হয়েছে আরও অনেক আগে থেকেই। ৩০০ আসনের বেশির ভাগেই বিএনপির হয়ে ভোট দিতে ইচ্ছুক একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন। একক প্রার্থী ঘোষণার আগ পর্যন্ত তারা নির্বাচনী এলাকায় সক্রিয় থাকেন। তবে, মনোনয়ন প্রতিযোগিতা যেন নির্বাচনের সময় দলকে বিব্রতকর পরিস্থিতিতে না ফেলে, সে বিষয়ে সতর্ক বিএনপি। দ্বন্দ্ব নিরসনে কেন্দ্র থেকে তৃণমূলে দেওয়া হচ্ছে বিশেষ বার্তা। যেসব আসনে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা...