সিংগাইরে বিষপান করে গৃহবধুর মৃত্যুএছাড়া সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দেউলি এলাকায় রোজিনা আক্তার (৩২) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি আয়নাল মিয়ার স্ত্রী।সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম জানান, রোববার রাতেই রোজিনা বিষপান করেন। গুরুতর অবস্থায় তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোররাতে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।সাটুরিয়ায় কারখানায় দুর্ঘটনায় শ্রমিক নিহতঅন্যদিকে সাটুরিয়া উপজেলার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কারখানায় কাজ করার সময় ড্রামের চাপায় রাসেল মাহমুদ (৩৫) নামের এক শ্রমিক নিহত হন।নিহত রাসেল মাহমুদ জামালপুর সদর উপজেলার রুহুল্লী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, রোববার দুপুরে কারখানায় ছাদ থেকে একটি প্লাস্টিকের ড্রাম পড়ে রাসেলের ওপর চাপা পড়ে।পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।...