১৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৫৫ পিএম নোয়াখালী জেলা জজ আদালতে হত্যাচেষ্টা মামলার আসামিরা বাদি ও ভুক্তভোগীকে আবারো হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বাদি সুধারাম থানায় আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন। রোববার (১২ অক্টোবর) বিকেলে জেলা জজ আদালতের বার অ্যাসোসিয়েশনের সামনে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী মোহাম্মদ সাহাব উদ্দিন সুধারাম থানায় সাধারণ ডায়েরী করেছেন। মোহাম্মদ সাহাব উদ্দিন অভিযোগ করে বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতার ছেলে ইব্রাহিম তোতার নেতৃত্বে ইব্রাহীম তোতা ও ইসমাইল তোতা বাহিনীর সদস্যরা আমাকে হত্যার চেষ্টা করে। এরআগে গত ১৭ আগস্ট এ বাহিনীর সদস্যরা আমাকে গলাকেটে হত্যার চেষ্টা করে। ওই মামলা তুলে নিতে তারা আবার হত্যার চেষ্টা করেছে। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের ভয়ে আমি সুধারাম থানায় আশ্রয় নিই। পরে...