ইসরায়েলের মুক্তি দেওয়া ও নির্বাসিত ১৫৪ ফিলিস্তিনি নিরাপত্তা বন্দি গাজা উপত্যকার রাফাহ সীমান্ত দিয়ে মিসরে প্রবেশ করেছেন। মিসরের এক সরকারি কর্মকর্তা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর- টাইমস অফ ইসরায়েল।তিনি জানান, ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পাওয়া এসব বন্দিকে তৃতীয় দেশে পাঠানো হবে। তবে নিরাপত্তাজনিত কারণে ওই কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক।মুক্তিপ্রাপ্তরা ইসরায়েলের কারাগারে থাকা এক হাজার ৯০০-রও বেশি ফিলিস্তিনির মধ্যে অন্তর্ভুক্ত, যাদের বিনিময়ে হামাস গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে। ইসরায়েলের মুক্তি দেওয়া ও নির্বাসিত ১৫৪ ফিলিস্তিনি নিরাপত্তা বন্দি গাজা উপত্যকার রাফাহ সীমান্ত দিয়ে মিসরে প্রবেশ করেছেন। মিসরের এক সরকারি কর্মকর্তা সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর- টাইমস অফ ইসরায়েল। তিনি...