২০২৬ সালের হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে ১২ অক্টোবর। তবে নির্ধারিত সময় শেষ হলেও সৌদি সরকারের অনুমোদিত ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা পূর্ণ হয়নি।ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব বলছে, এ পর্যন্ত ৫১ হাজার ২০৪ হজযাত্রী নিবন্ধন করেছেন। তবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, নিবন্ধনকারীর সংখ্যা ৫৯ হাজার ৮৫৯ জন। অর্থাৎ এখনো ৭৫ হাজারের বেশি আসন খালি রয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে কম সাড়া পাওয়া মৌসুমগুলোর একটি।নিবন্ধনকারীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭০৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ৫০০ জন। সরকারি ব্যবস্থাপনায় প্রাথমিকভাবে ১৫ হাজার জনের কোটা নির্ধারণ করা হলেও, এখন পর্যন্ত তারও এক-চতুর্থাংশ পূরণ হয়নি।ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, চলমান অর্থনৈতিক চাপ, খরচের ঊর্ধ্বগতি এবং বিমানের টিকিট সংক্রান্ত অনিশ্চয়তার কারণে অনেকেই নিবন্ধনে...