গাজীপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগে শফিকুর রহমান নামের এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাকে এ জরিমানা করা হয়।গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর পূবাইল থানার হায়দরাবাদ এলাকায় ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছিলেন কসাই শফিকুর রহমান। বিষয়টি জানাজানি হলে অভিযান চালিয়ে জেলা প্রশাসন ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধ করে দেয়। ভবিষ্যতে আর ঘোড়ার মাংস বিক্রি করবেন না মর্মে অঙ্গীকার নেওয়া হয়। তবে ২-৩ মাস ধরে ফের ঘোড়ার মাংস বিক্রি শুরু করেন শফিকুর।সোমবার সকালে ঘোড়া জবাই করে বিক্রি করতে দেখে স্থানীয়রা পূবাইল থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিকুর রহমানকে আটক এবং মাংস ও ১০-১২টি ঘোড়া জব্দ করে।খবর পেয়ে নির্বাহী...