সোমবার বাদ আছর কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির সামনে বাংলাদেশ খেলাফত যুব মজলিশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ ধ্বংসের নীরব ঘাতক মাদক পরিবারে অশান্তি আনে, তরুণ প্রজন্মের স্বপ্ন ধ্বংস করে এবং অপরাধ, ধর্ষণ, হত্যা ও আত্মহত্যার মতো নৃশংস ঘটনার মূল কারণ হয়ে দাঁড়ায়। এটি আল্লাহর সন্তুষ্টি হারাতে এবং মানুষকে নরকের পথে ঠেলে দেয়। বক্তারা আরও জানান, বিগত কয়েক বছর ধরে কুষ্টিয়ায় লালন শাহের আখড়া বাড়িতে মেলার নামে প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে মাদক সেবনের মহোৎসব চলে আসছে। এর ফলে যুব সমাজ ও আগামী প্রজন্ম বিপদগ্রস্ত হচ্ছে। মাদকের অর্থ সংগ্রহ করতে গিয়ে কিশোর ও যুবকরা চুরি, ডাকাতি, ছিনতাই এবং খুনের সঙ্গে জড়িয়ে পড়ছে। বক্তারা কুষ্টিয়াবাসীর...