প্রতিবছর পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের নোবেল পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘নেচার’ বিশ্লেষণ করে দেখেছে, ২০০০ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের বেশির ভাগই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এই শতাব্দীতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পাওয়া ২০২ জন বিজ্ঞানীর মধ্যে ৬৩ জন নোবেল পুরস্কার জেতার আগে নিজেদের জন্মভূমি বা দেশ ছেড়ে এসেছেন। অনেকেই আবার কয়েকবার দেশ পরিবর্তন করেছেন। ২০২৫ সালে তিনজন বিজ্ঞানী রসায়নে নোবেল পেয়েছেন, যাঁদের মধ্যে দুজন অভিবাসী। রিচার্ড রবসনের জন্ম যুক্তরাজ্যে হলেও তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। আর জর্ডানে জন্মগ্রহণ করা ওমর ইয়াঘি সৌদি আরবের নাগরিক হলেও বসবাস করেন যুক্তরাষ্ট্রে। এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া তিনজনের মধ্যেও দুজন অভিবাসী রয়েছেন। তাঁরা হলেন ফ্রান্সের মিশেল ডেভোরেট ও যুক্তরাজ্যের...