গতকাল রোববার একটি ফেসবুকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। এই রিকোয়েস্ট পাঠিয়েছেন অভিনেতা জাহিদ হাসান। সেই প্রোফাইলে অভিনেতা জাহিদ হাসানের ছবি। কাভারের ছবিতে দেখা যায়, দূরে তাকিয়ে অভিনেতা জাহিদ হাসান। কিন্তু প্রোফাইল লক। ফেসবুকে বন্ধু না হলে ঘুরে দেখার সুযোগ নেই। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে হঠাৎ করেই চোখ যায় একটি স্ট্যাটাসের দিকে। দুটি স্ক্রিনশট দিয়ে জাহিদ হাসান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট না। এই দুটোই ভুয়া অ্যাকাউন্ট। তাদের অনুসরণ করবেন না। তারা আমি নই।’ সেই ছবিতে জাহিদ হাসান নামের একটি ফেসবুক আইডি ও একটি পেজের স্ক্রিনশট। গতকাল রাতের এই ঘটনা। ফেসবুক নিয়ে হয়রানি, বিব্রত হওয়ার মতো ঘটনা প্রায়ই ঘটে। যে কারণে আজ সোমবার সকালে ভুয়া ফেসবুক আইডি প্রসঙ্গে কথা হয় অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে। তিনি শুরুতে জানান, ফেসবুক আইডি ঘিরে...