মানবদেহে সিসার উপস্থিতি, কল্পনা করা যায়? সিসা একটি ভারী ধাতু, যা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এটি প্রাকৃতিকভাবে সাধারণত মাটি, শিলা ও খনিজে থাকে। প্রাকৃতিক উৎসের পাশাপাশি মানুষের বিভিন্ন কর্মকা-েও সিসার ব্যাপক ব্যবহার আছে। যেমন- ব্যাটারি শিল্প, সিসাভিত্তিক রং, প্রসাধনী এবং রান্নার জিনিসপত্রের মতো ভোগ্যপণ্যে। এছাড়াও ঘরের ভেতরে ধূমপান থেকেও সিসার বিষক্রিয়া হতে পারে। শিশুর শরীরে সিসা প্রবেশ করার কতকগুলো উল্লেখযোগ্য কারণ হলো ১. পুরানো বিল্ডিংয়ের রংÑ সময়ের সঙ্গে এই রং খসে পড়ে গুঁড়ো আকারে মাটিতে মিশে বা বাতাসে ভেসে বেড়াতে পারে। শিশু যদি দেয়ালের খসে পড়া রং মুখে দেয়, সিসাযুক্ত রঙের ধুলা/গুঁড়া শ্বাসের সঙ্গে গ্রহণ করে, অথবা সেই মাটি খেলার ছলে মুখে দেয় তাহলেই সিসাÑ তাদের শরীরে প্রবেশ করে। ২. দূষিত মাটি শিল্প এলাকা বা পুরানো বাড়ির আশপাশের মাটি...