বলিউড অভিনেতা বিবেক ওবেরয় মনে করেন, টাকার চেয়ে সম্পদের মূল্য বেশি। আর স্বল্পমেয়াদি লাভের চেয়ে দীর্ঘমেয়াদি অঙ্গীকারই জীবনে বেশি স্থায়ী। গতকাল শনিবার এনডিটিভি প্রফিটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি খুব দ্রুত বুঝে গিয়েছিলাম যে টাকার চেয়ে সম্পদের প্রতি আমার আগ্রহ বেশি। আমি সব সময় উদ্যোক্তাদের একটা প্রশ্ন করি—তুমি কি টাকা বানাতে চাও, না সম্পদ গড়তে চাও?’ কেউ যদি বলে, টাকা বানাতে চায়, আমি তাকে বিদায় দিই। আর যদি বলে সম্পদ গড়তে চায়, তখন বলি—চলো, অংশীদারত্ব নিয়ে ভাবা যাক। কারণ, আমার বিশ্বাস—লাভ হয় এক ত্রৈমাসিকের জন্য, কিন্তু উদ্দেশ্য থাকে আজীবন।’ বাবার দেওয়া শিক্ষা, ব্যবসার শুরুবিখ্যাত অভিনেতা সুরেশ ওবেরয়ের ছেলে বিবেক ওবেরয়, এখন প্রায় ১ হাজার ২০০ কোটি রুপির মালিক। তবে তাঁর উদ্যোক্তা হওয়ার শুরু হয়েছিল কৈশোরেই। তিনি বলেন, ‘আমি তখন...