১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে প্রস্তুত থাকবে ইসরায়েল। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, বন্ধুত্ব ও সহযোগিতার হাত ইরানের জন্যও সর্বদা খোলা। তিনি আরও বলেন, গাজা উপত্যকা সংক্রান্ত চুক্তিটি হবে এক নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর। এছাড়াও, মার্কিন প্রেসিডেন্ট এই ফিলিস্তিনি করিডোরের বাসিন্দাদের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতার উপর মনোযোগ দিতে পরামর্শ দিয়েছেন। গত ১০ অক্টোবর রাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা করেছিল, ইসরায়েলি সরকার সমস্ত জিম্মিকে মুক্তি দেওয়ার চুক্তি অনুমোদন করেছে। এর আগে, ৯ অক্টোবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনি হামাস আন্দোলনের প্রতিনিধিরা একটি শান্তি পরিকল্পনার প্রথম ধাপ নিয়ে মিশরে একটি চুক্তিতে পৌঁছেছেন। তাঁর...