জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ও বিভিন্ন পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে চলতি মাসেই উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে। এই উপদেষ্টা পরিষদে স্থান পাচ্ছেন সাবেক আমলা, আইনজীবী, সামরিক বাহিনীর সাবেক সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও শ্রমিক নেতারা।উপদেষ্টা পরিষদ দলের মঙ্গলের জন্য শুধু পরামর্শ দিতে পারবে। কোন সিদ্ধান্ত দলের জন্য সুনাম বয়ে আনবে, বিভিন্ন সংকটের সময়ে দলের করণীয় কী এবং দলকে জনপ্রিয় করার কৌশল নিয়ে এই পরিষদ কাজ করবে। ৫০-এর অধিক সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে বেশ ‘চমক’ রয়েছে বলেও জানিয়েছেন দলটির নেতারা।উপদেষ্টা পরিষদ গঠনের প্রক্রিয়াএ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনবলেন, ‘আমরা উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে একটি কমিটি করেছি। তারা অনেকের সঙ্গে কথা বলেছেন। আমরা উপদেষ্টা পরিষদ গঠনের প্রায় শেষ দিকে আছি।’এনসিপির উপদেষ্টা পরিষদে যোগ দিতে আগ্রহের...