বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চিকিৎসাধীন লক্ষ্মীপুর জেলা যুবদলের নেতা আব্দুল মান্নান ছুটুকে দেখতে আজ সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে ও জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহর সহোযোগিতায় আব্দুল মান্নানকে ফাউন্ডেশনের পক্ষ থেকে বাইলেটারাল এএফও আর ডায়নামিক ককআপ স্প্লিন্ট প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন—বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক, জিয়াউর রহমান ফাউন্ডেশন রিহাবিলিটেশন কমিটির সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএমইউ শাখার সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ডা. এম আর হাসান, শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাসিবুর রহমান, শহীদ...