নির্বাচনের মৌসুম মানেই রঙিন পোস্টার আর লিফলেটের ছড়াছড়ি। প্রচারণার সেই প্রচলিত ধারা ভেঙে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাকসু নির্বাচনে এক প্রার্থী হাজির হয়েছেন একদম নতুন এক উদ্যোগ নিয়ে। তার নির্বাচনী লিফলেটটি কেবল তথ্যবহুল নয়— এটি মাটিতে ফেললেই জন্মাবে গাছের চারা!বন কাগজে তৈরি এই বিশেষ লিফলেট মাটি বা পানির সংস্পর্শ পেলেই গজাবে ফুল, ফল কিংবা শাকসবজির চারা। পরিবেশবান্ধব এই ব্যতিক্রমী চিন্তার জনক হলেন আসন্ন রাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী প্যানেল থেকে ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী মো. ইয়াছিন আরাফাত বিজয়।শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী জানান, তার লিফলেট তৈরি হয়েছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে।তিনি বলেন, ‘আমার এ বন কাগজের মধ্যে ২০ ধরনের বীজ ঢোকানো আছে— মূলত ফুল, ফল ও সবজি গাছের বীজ। রাকসু নির্বাচনের ছয় মাস পরও কেউ...