নেত্রকোনার দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (৬০) নামে এক কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার বিকালে ভুক্তভোগী ওই ছাত্রী (১৮) বাদী হয়ে থানায় মামলা করেন। ভুক্তভোগী তরুণী (১৮) স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন। অভিযুক্ত মোহাম্মদ আলী দুর্গাপুর উপজেলার বাঐপাড়া গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় গ্রাম্য কবিরাজি করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় কবিরাজি করেন মোহাম্মদ আলী। গুচ্ছগ্রাম এলাকায় ভুক্তভোগীর বাবাকে দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। একপর্যায়ে চোখ পড়ে ওই রোগীর কলেজপড়ুয়া মেয়ের ওপর। কয়েক মাস আগে প্রথমে কুপ্রস্তাব দিলেও এতে পাত্তা দেননি ওই ছাত্রী। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওই ছাত্রীকে মুখে চেপে তুলে নিয়ে যান মোহাম্মদ আলী। নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে না জানাতে...