মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পরই তিনি দেশত্যাগ করেন। মাত্র কয়েক সপ্তাহে দেশটিতে এটি দ্বিতীয়বারের মতো সরকার উৎখাতের ঘটনা, যা বিশ্বব্যাপী ‘জেনারেশন জেড’ বা ‘জেন-জি’ বিক্ষোভকারীদের চাপের মধ্যে ঘটেছে। সোমবার বিরোধী দলের প্রধান ও অন্যান্য সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন এবং পরে সংবাদমাধ্যম রয়টার্স এ খবর নিশ্চিত করেছে। পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি র্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো জানিয়েছেন, সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহীদের সঙ্গে যোগ দেওয়ার পর রাজোয়েলিনা রোববার দেশত্যাগ করেছেন। তিনি বলেন, “প্রেসিডেন্সির কর্মীরা নিশ্চিত করেছে যে তিনি দেশ ছেড়ে গেছেন।” বর্তমানে প্রেসিডেন্ট কোথায় অবস্থান করছেন তা এখনও অজানা। সামরিক সূত্রে জানা গেছে, রাজোয়েলিনা রোববার একটি ফরাসি সামরিক বিমানে দেশত্যাগ করেছেন। ফরাসি রেডিও আরএফআই জানিয়েছে, তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একটি...