বরিশাল:‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের সঙ্গে বরিশালেও পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ বছরই প্রথমবারের মতো জাতীয়ভাবে দিবসটি আয়োজন করা হয়েছে দুর্যোগপ্রবণ উপকূলীয় এই অঞ্চলে।যেখানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। শুরুতে ঢাকঢোল বাজিয়ে সোমবার (১৩ অক্টোবর) সকালে বরিশাল সার্কিট হাউস থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি গিয়ে শেষ হয় শিল্পকলা একাডেমিতে। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি ও প্রতিরোধমূলক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ সময় উপদেষ্টা ফারুক ই আজম বলেন, আগাম সতর্কতা খুব দ্রুত জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা আমরা করছি, যাতে জনগণ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারে। দুর্যোগপ্রবণ এলাকা থেকে তারা যেন দ্রুত সরে আসতে পারে।...