১৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পিএম ভারতের মহারাষ্ট্রের জালনা জেলায় গবাদি পশু পরিবহনের সময় ৬২ বছর বয়সী একজন বৃদ্ধসহ সাত মুসলিমকে কাঠের গুঁড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়েছে উগ্রবাদী জনতা। পুলিশের সামনেই এই হামলা চালানো হলে প্রথম দিকে মামলা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের ১২ ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ। আক্রান্তরা সোমবার (৬ অক্টোবর) ২১টি ষাঁড় নিয়ে লাতুরের দিকে যাওয়ার সময় এই হামলা ঘটে। এর পরের দিনই পুলিশের কাছে একটি মামলা দায়ের করা হয়। আহতরা হলেন, নিসার প্যাটেল, আসিফ শেখ, রিয়াজ কুরেশি, সাজিদ পাশা, আসিফ সাদিক, জাভেদ কুরেশি এবং সৈয়দ পারভেজ। নিসার প্যাটেলের দায়ের করা অভিযোগ মতে, তারা ছত্রপতি সম্ভাজিনগর জেলার ওয়াদোদ বাজার থেকে আইনসম্মতভাবে গবাদি পশুগুলি কিনেছিলেন এবং কৃষি কাজের জন্য নিয়ে যাচ্ছিলেন। তাদের দুটি...