প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ক্ষুধা দূরীকরণে ছয়টি উদ্যোগের প্রস্তাব দিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সিগনেচার ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এক বক্তব্যে এই প্রস্তাব দেন তিনি। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এই অনুষ্ঠান আয়োজন করছে।প্রধান উপদেষ্টা বলেন, ‘ক্ষুধা অভাবের কারণে হয় না। আমরা যে অর্থনৈতিক কাঠামো তৈরি করেছি তার ব্যর্থতার কারণে এটি ঘটে। ২০২৪ সালে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল। তবুও আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি। এটা উৎপাদনের ব্যর্থতা নয়, এটা অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা। এটা নৈতিক ব্যর্থতা। ক্ষুধা দূর করার জন্য আমরা কয়েক বিলিয়ন ডলার সংগ্রহ করতে পারিনি, বিশ্ব অস্ত্রের জন্য ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। এভাবেই কি আমরা অগ্রগতির সংজ্ঞা দিচ্ছি?’- বলে প্রশ্ন রাখেন তিনি।তিনি বলেন, ‘আমাদের অবশ্যই সিস্টেম পরিবর্তন করতে হবে।...